sliderস্থানীয়

সালথায় বিভিন্ন পূজা মন্ডপে মৎস্যজীবী লীগ নেতা কাজী আব্দুস সোবহান

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুর জেলা আওয়ামী মৎস্যজীবীলীগের সভাপতি, রিয়া রাথিন গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক, বিশিষ্ট শিল্পপতি, আসন্ন ফরিদপুর-২ আসনের আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী কাজী আব্দুস সোবহান। রবিবার (২২ অক্টোবর) বিকাল থেকে রাত পর্যন্ত সালথা সদরের কেন্দ্রীয় দুর্গা মন্দিরসহ বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেন। পরিদর্শন কালে কাজী আব্দুস সোবহান মন্দিরে আর্থিক অনুদান প্রদান করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন, নগরকান্দা উপজেলা মৎস্যজীবীলীগের যুগ্ম আহব্বয়ক আলী আকবর হোসেন, জেলা মৎস্যজীবিলীগের সহ-সভাপতি কাজী সুমন,সাংগঠনিক সম্পাদক কাজী রাজু আহম্মেদ, সালথা উপজেলা মৎস্যজীবিলীগের সদস্য সচিব হৃদয় খান সুমন, কার্যনির্বাহী সদস্য ফারুক হোসেন, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ সম্পাদক ও নগরকান্দা উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি কাজী তানভীর রহমান আনিছ প্রমূখ। এছাড়াও আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূজামন্ডপ পরিদর্শনকালে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ নেতা কাজী আব্দুস সোবহান বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। আপনারা নিজেদের কে কখনও সংখ্যালঘু মনে করবেন না। আওয়ামীলীগ সরকার সনাতন ধর্মাবলম্বীসহ সকল ধর্মের মানুষের পাশে সব সময় থাকেন। আমরাও আপনাদের পাশে আছি। পূজা মন্দিরের নিরাপত্তা নিয়ে তিনি পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধন্যবাদ জনান।

তিনি আরও বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও নৌকায় মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে। তাহলেই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। আমি সব সময় আপনাদের সাথে আছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন।

Related Articles

Leave a Reply

Back to top button