বিধান মন্ডল (ফরিদপুর প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক (পদ স্থগিত) শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপি সংখ্যালঘুতে বিশ্বাস করে না আমরা মনে করি আমরা সবাই সমান আমরা সবাই বাংলাদেশী। তিনি শনিবার (১২ অক্টোবর) বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে মানুষ সালথার মানুষ নগরকান্দার মানুষ আমরা সবাই সমান। আমাদের মধ্যে কোন ভেদাভেদ নাই কোন ছোট বড় নাই। আমরা ঐক্যবদ্ধ হয়ে সালথা উপজেলার উন্নয়নের জন্য কাজ করবো। এবং সর্বোপরি একটা সুষ্ঠু ভোট যেখানে আমাদের ছাত্র জনতার সকলেই ইয়াং জেনারেশন নির্বিঘ্নে ভোট দিতে পারবেন। ভোটের সংগ্রাম সেটা যেন আমরা চালিয়ে যেতে পারি। সেইজন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাবেক সালথা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. আসাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, সহ-সভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, শাহিনুর রহমান, আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট হাবিবুর রহমান (লাভলু), উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাছির মাতুব্বর, প্রকাশনা সম্পাদক কবির হোসেন, মাঝারদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হবি, যদুনন্দী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন খান, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ আজিজুর রহমান লিটন, উপজেলা যুবদল নেতা হাসান আশরাফ, এনায়েত হোসেন, মিরান হোসেন, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান মাফুজ, বালাম হোসেন, ফরিদ হোসেন, ইয়াসিন বিশ্বাস, সেচ্ছাসেবক দলনেতা হারুন মাতুব্বর, মামুন চৌধুরী, কামরুল হোসেন, ইসরাইল হোসেন, শ্রমিক দল নেতা কালাম হোসেন, ছাত্রদল নেতা সাবেক যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম রাজ, সাইফুল ইসলাম, রাকিব হোসেন, রাজিব হোসেন, তানভীর হাসিবসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।