বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠায় মুসলমানদের করণীয় শীর্ষক মতবিনিময় সভা ফরিদপুরের সালথায় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ খেলাফত আন্দোলন ফরিদপুর জেলা শাখার আয়োজনে শুক্রবার (১৫ নভেম্বর) সন্ধায় উপজেলার গট্টি ইউনিয়নের রঘুয়ারকান্দি মিয়া বাড়ির আঙ্গিনায় এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। মত বিনিময় শেষে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালা করেন, আলহাজ্ব মাওলানা আব্দুস সাত্তার খান।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মন্ডলির সদস্য এ্যাডঃ মাওলানা মোঃ জয়নুল আবেদীন বকুল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বিশেষ অতিথি বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজবুর রহমান হামিদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা মুফতি সুলতান মহিউদ্দীন, প্রচার সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী। অনুষ্ঠান সঞ্চালনা করেন, মাওলানা আবু দাউদ খান।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী বলেন, এই জমিনের মালিক আল্লাহ, এই জমিনে হুকুম চলবে আল্লাহর। আর এই ধরাতে আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্যই বাংলাদেশ খেলাফত আন্দোলনের জন্ম হয়েছে। এই রাষ্ট্র কোরআন সুন্নাহ ভিত্তিক পরিচালিত হবে। প্রধান অতিথি মুহামুদুল্লাহ হাফিজ্জী হুজুরের কথা স্মরণ করে বলেন হাফেজ্জী হুজুর কে প্রশ্ন করা হয়েছিলো রাষ্ট্র পরিচাললার সুযোগ পেলে কি করবেন, তিনি বলেছিলেন আমি ৬৮ হাজার গ্রামে ৬৮ হাহার কোরআনের মক্তব প্রতিষ্ঠা করবো।
তিনি আরও বলেন, আমরা সেই হাফেজ্জী হুজুরের দল বাংলাদেশ খেলাফত আন্দোলনে কাজ করে যাচ্ছি। এই দেশে ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে বাংলাদেশ খেলাফত আন্দোলন কাজ করে যাচ্ছে। বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রতিক বটগাছ। আপনারা অনেক রাজনৈতিক দল দেখেছেন। একটিবার তওবা করে বটগাছ প্রতিক কে দেশ পরিচানার সুযোগ দিন। আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নেন।