sliderস্থানীয়

সালথায় পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় রাতের আধারে এক কৃষকের পুকুরে বিষ প্রয়োগ করে বিভিন্ন প্রজাতির প্রায় ৩০ হাজার টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার ভাওয়াল ইউনিয়নের পুরুরা নমুপাড়া গ্রামের একটি পুকুরে (৯ জানুয়ারী) বৃহস্পতিবার রাতের কোন এক সময়ে এই ঘটনা ঘটে। শুক্রবার (১০ জানুয়ারী) সকালে মাছ নিধনের বিষয়ে সালথা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বার। মোশাররফ এর বাড়ি পার্শবর্তী সাধুপাড়া গ্রামে।

ভুক্তভোগী কৃষক মোশাররফ মাতুব্বর অভিযোগ করে বলেন, গতকাল রাতে নমুপাড়ার কার্তিক ভদ্র, সুকুমার মন্ডল ও তার ছেলে সবুজ মন্ডলকে আমার পুকুরের আশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। হয়তো তারা আমার পুকুরে বিষ প্রয়োগ করে আমার পুকুরের মাছ মেরে ফেলেছে। আমি গরীব মানুষ আমার প্রায় ৩০ হাজার টাকার মাছ নষ্ট হয়ে গেছে। যারা আমার মাছের ক্ষতি করেছে প্রশাসনের কাছে আমি তাদের শাস্তির দাবি জানাই।

এই বিষয়ে অভিযুক্তদের বাড়িতে গিয়ে তাদের কাওকে পাওয়া যায়নি।

সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, এ বিষয়ে একটি মোশাররফ মাতুব্বারের কাছ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Related Articles

Leave a Reply

Back to top button