
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: আসন্ন শারদীয় দূর্গা পূজা ২০২৫ উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সালথা থানা পুলিশের আয়োজনে সালথা থানার সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, সালথা থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মারুফ হাসান রাসেল, উপপরিদর্শক এস আই উজ্জ্বল সরকার, মেহেদী হাসান, মাসুদ হাসান, রনি খালাসি, প্রশান্ত মন্ডল, সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর আবুল ফজল মুরাদ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সালথা উপজেলা শাখার সভাপতি অরুপ সাহা, সাধারণ সম্পাদক বাবু অনন্ত বিশ্বাস, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট ফরিদপুর জেলার আহবায়ক অজয় কর, পূজা উদযাপন ফ্রন্ট সালথা উপজেলা শাখার সভাপতি সমির সাহা, সাধারণ সম্পাদক বিধান চন্দ্র মন্ডল (পার্থ), সালথা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম নাহিদসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
সভাপতির বক্তব্যে ওসি আতাউর রহমান বলেন, উপজেলার কোনো পূজা মন্ডপে ডিজে পার্টি করা যাবে না, পূজা মন্ডপ প্রাঙ্গণে মেলা বসতে দেওয়া যাবে না, জুয়ায় আসর বসতে দেওয়া হবে না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ রাখতে হবে এবং অশ্লীল নিত্য করা যাবে না। প্রত্যেকটি পূজা মন্ডপে সিসি ক্যামেরা লাগাতে হবে। তিনি আরও বলেন, পুলিশসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থেকে সার্বিকভাবে নিরাপত্তা প্রদান করবেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটতে না পারে সেই দিকে সকলের খেয়াল রাখতে হবে । শারদীয় দূর্গা পূজা সুষ্ঠু শান্তি পূর্ণভাবে পালন করার জন্য সমাজের সকল স্তরের মানুষকে সহযোগীর আহবান জানান তিনি।




