
বিধান মন্ডল,(ফরিদপুর) প্রতিনিধি:”এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ফরিদপুরের সালথায় তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালী। এই কর্মশালায় উপজেলার ৮টি ইউনিয়ন থেকে ৮টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।
এ সময় সহকারী কমিশনার (ভূমি) মাসুম বিল্লাহ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুদর্শন শিকদার, উপজেলা প্রকৌশলী আবু জাফর মিয়া, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিনয় কুমার চাকী, উপজেলা সহকারী প্রোগ্রামার (আইসিটি) টিপু সুলতান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।
কর্মশালায় বক্তারা বলেন, আজকের তরুণরাই আগামীর ভবিষ্যৎ। পৃথিবীকে তারা একদিন বদলে দিবে। সুন্দর দেশ গড়তে সকলকে নিজ নিজ জায়গা থেকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। আগামীর বাংলাদেশ গঠনে তরুণ্যের শক্তি কাজে লাগাতে হবে।