slider

সালথায় ছাগল ও ভেড়ার রোগ নির্মুলে বিনামূল্যে টিকা প্রদান ক্যাম্পেইন

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: পিপিআর রোগের টিকা দিন ছাগল ও ভেড়া সুস্থ রাখুন এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রাণিসম্পদ অধিদপ্তরাধীন পিপিআর রোগ নির্মুল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দেশব্যাপী ছাগল ও ভেড়ার পিপিআর রোগ নির্মুলের লক্ষ্যে ফরিদপুরের সালথা উপজেলায় বিনামূল্য পিপিআর টিকা প্রদান ক্যাম্পেইন সম্পন্ন হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলার ৮টি ইউনিয়নে একযোগে পহেলা ১ অক্টোবর থেকে ১২ই অক্টোবর পর্যন্ত এই ক্যাম্পইন অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. নাহিদুল ইসলাম বলেন, পিপিআর ছাগলের একটি মারাত্মক ভাইরাস জনিত রোগ। আক্রান্ত এলাকায় ১০০ ভাগ পর্যন্ত ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে। পিপিআর রোগে আক্রান্ত ছাগলের মৃত্যুর হার শতকরা ৫০-৮০ ভাগ। সব বয়সের ছাগল এ রোগে আক্রান্ত হতে পারে, বিশেষ করে এক বছরের কম বয়সের ছাগল এ রোগে অতিমাত্রায় আক্রান্ত হয়ে থাকে। বাংলাদেশে পিপিআর রোগের ব্যাপক প্রাদুর্ভাবের ফলে প্রতি বছর লক্ষ লক্ষ ছাগলের প্রাণহানি ঘটে এবং এর ফলে শত শত কোটি টাকার প্রাণিসম্পদ ধ্বংসপ্রাপ্ত হয়। ছাগলের উৎপাদন বৃদ্ধির জন্য পিপিআর রোগ দমন করা খুবই জরুরি। সকলের জন‌্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহকরণ এবং আগামী ২০৩০ সালের মধ‌্যে বাংলাদেশ হতে ছাগলের পিপিআর রোগ মুক্ত অঞ্চল হিসেবে গড়ে তোলার লক্ষ্যে “পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প” এর আওতায় সাড়া দেশের ন্যায় সালথা উপজেলার প্রতিটি ইউনিয়নে ছাগল ও ভেড়ার পিপিআর রোগের টিকা প্রদান কার্যক্রম সম্পন্ন হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button