slider

সালথায় গণসংযোগ করেছেন সাবেক এমপি জুয়েল

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) সংসদীয় আসনের সালথায় শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কা প্রতীকের জন্য ভোট চেয়ে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। শনিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত স্থানীয় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়ন ও সোনাপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় এই লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি । বিতরণকৃত লিফলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৫৪টি উন্নয়ন কাজের চিত্র তুলে ধরা হয়েছে।

গণসংযোগকালে তিনি বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতি সংনিকটে মাত্র ৪ মাস পরে নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন টা আগামীদিনের উন্নয়নশীল বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে এই জাতিকে একটি উন্নয়নশীল রাস্ট্রের রূপান্তরিত করার পরিশ্রম করে যাচ্ছেন। এবং উনি ঘোষণা দিয়েছেন আগামী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ তৈরি করার জন্য। সেই লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে উনার মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আমরা ভোট দেওয়ার জন্য আজকে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট গ্রাম থেকে গ্রামাঞ্চলে পৌঁছায় দিচ্ছি। মাননীয় নেত্রীর মূল আস্থার জায়গা হচ্ছে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মী ও জনগণ। সেই জনগণের কাছে এবং তৃণমূল আওয়ামী লীগের কাছে আমি এই লিফলেট বিতরণ করছি।আগামীদিনে জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক মনোনীত প্রার্থীকে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অদৃষ্ট করে এই বাংলাদেশকে উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা প্রত্যয় নিয়ে মাঠে কাজ করছি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button