sliderস্থানীয়

সালথায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় ঐতিহাসিক ৭ মার্চ ২০২৪ইং পালিত হয়েছে। বৃহস্পতিবার (৭ মার্চ) বেলা সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে সকাল ১০টায় প্রথমে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে উপজেলা পরিষদ, সালথা থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, ফায়ার সার্ভিস, সালথা প্রেসক্লাবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করেন।

উপজেলা নির্বাহী অফিসার মো. আনিছুর রহমান বালীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সুদর্শন শিকদার, সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ফায়েজুর রহমান, বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মাতুব্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে রচনা প্রতিযোগীতা ও বঙ্গবন্ধুর ভাষন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী উপজেলা শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button