sliderস্থানীয়

সালথায় আওয়ামী লীগের জেল হত্যা দিবস পালন

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় জেল হত্যা দিবস উপলক্ষ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহকর্মী ও মুক্তিযুদ্ধের সংগঠক জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধান্তে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (০৩ নভেম্বর) বিকাল ৫টায় সালথা-নগরকান্দা আওয়ামী লীগ ও তার সকল সহযোগী অঙ্গ সংগঠনের আয়োজনে সালথা বাইপাস সড়ক সংলগ্ন আওয়ামী লীগের উন্নয়ন প্রচার অফিসে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রামকান্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইশারত হোসেনর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ শ্রম ও জনশক্তি বিষয়ক উপকমিটির সদস্য, ফরিদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও বঙ্গবন্ধু সেনা পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি মেজর (অবঃ) আতমা হালিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ওহিদুজ্জামান মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা আলহাজ্ব শফিকুল রহমান মিলন মিয়া, উপজেলা সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি সৈয়দ আলী, উপজেলা কৃষক লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, বল্লভদী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী জাকির হোসেন (জাকু), যুব লীগ নেতা লুৎফর রহমান, রাসেল খান প্রমুখ। এছাড়াও সালথা-নগরকান্দা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর (অবঃ) আতমা হালিম বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর তার ঘনিষ্ঠ সহকর্মী চার জাতীয় নেতাকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়। ৩রা নভেম্বর সেখানেই নির্মমভাবে হত্যা করা হয় তাদের। একাত্তরের স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের শত্রুরা সেদিন দেশ মাতৃকার সেরা সন্তান জাতীয় এই চার নেতাকে শুধু গুলি করেই ক্ষান্ত হয়নি, কাপুরুষের মতো গুলি বিদ্ধ দেহকে বেয়োনেট দিয়ে খুঁচিয়ে ক্ষত বিক্ষত করে একাত্তরের পরাজয়ের জ্বালা মিটিয়েছিলো।

তিনি আরও বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই সকল জাতির শ্রেষ্ঠ সন্তানদের এ দেশের মানুষ সারাজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। যে অপশক্তি বঙ্গবন্ধু ও তার পরিবার, জাতীয় চারনেতাকে নির্মমভাবে হত্যা করেছিলো সেই শক্তি এখনো ওঁৎ পেতে আছে। তারা বারে বারে দেশের শান্তিপূর্ণ বিনষ্ট করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। গত ২৮ অক্টোবর ঢাকায় বিএনপি ও জামাত শিবিরের লোকজন আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টি করে বাসে আগুন, প্রতিষ্ঠানে আগুন এবং আওয়ামী লীগ, পুলিশ ও সাংবাদিকদের ওপর হামলা করে একজন পুলিশ সদস্যকে নিহত করেছে। যারা এই নৈরাজ্য চালিয়ে মানুষ খুন করছে তাদের আইনের আওতায় এনে অতিবিলম্বে গ্রেপ্তার করে কঠিন শাস্তির দাবি জানাই।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু ও তার পরিবার এবং জাতীয় চারনেতাসহ সকল শহীদের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। পরে তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Related Articles

Leave a Reply

Back to top button