sliderস্থানীয়

সালথায় আওয়ামীলীগ-বিএনপির সংঘর্ষ: বসতঘর ভাংচুর, আহত-১০

বিধান মন্ডল,(ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় আওয়ামী লীগ ও বিএনপির দু’গ্রুপের পুর্বশত্রুতার জেরধরে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় ১০টি বসতঘর ভাংচুর করেছে সংঘর্ষকারীরা। শুক্রবার (৩ জানুয়ারী) সকালে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মাঝারদিয়া গ্রামে ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও ভাংচুরের এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, পুর্বশত্রুতার জেরধরে শুক্রবার সকালে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহিদ মাতুব্বরের সমর্থকদের সাথে প্রতিপক্ষ উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হারুন মাতুব্বরের সমর্থকদের সংঘর্ষ বাঁধে। এসময় হারুন মাতুব্বরের সমর্থকদের দুইটি বাড়িতে হামলা চালিয়ে ৮/১০টি বসতঘর ভাংচুর ও লুটপাট করে। এঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। আহতদের মধ্যে উজ্জল মাতুব্বর (২৫), সুজন মাতুব্বর (২৭), রাকিব মাতুব্বর (৩২), মেহেদী হাসান (২৮) ও সজীব মাতুব্বর (৩৬) কে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এলাকা শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন আছে। এবিষয়ে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Related Articles

Leave a Reply

Back to top button