sliderস্থানীয়

সালথার রামকান্তপুরে নৌকার পক্ষে নির্বাচনী সভা

বিধান মন্ডল, (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তুপুরে ইউনিয়নের রামকান্তুপুর বাজার সংলগ্ন হাসপাতাল মাঠে মঙ্গলবার (২৬ ডিসেম্বর) রাতে নৌকার পক্ষে নির্বাচনী সভায় নৌকায় ভোট চাইলেন ফরিদপুর-২ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী শাহদাব আকবর লাবু চৌধুরী এমপি।

এসময় উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুকউজ্জামান ফকির মিয়া, আওয়ামীলীগ নেতা এ্যাডভোকেট হাবিবুর রহমান, জেলা যুবলীগের সদস্য শওকত হোসেন মুকুল, উপজেলা কৃষকলীগের সভাপতি সেলিম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সাধারন সম্পাদক চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইমারত হোসেন পিকুল, যুবলীগ নেতা বাদল হোসেনসহ স্থানীয় হাজারো নেতাকর্মী ও সমর্থক।

এসময় প্রধান অতিথির বক্তব্যে লাবু চৌধুরী এমপি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ আসনে খেলা হবে। খেলা হবে জনগনের সাথে মোনাফেক বেইমানদের। এই খেলায় জয়ী হবে সাধারণ জনগণ। সাধারণ জনগণ নৌকার পক্ষে ছিল, নৌকার পক্ষে আছে নৌকার পক্ষেই থাকবে ইনশাল্লাহ। নৌকা উন্নয়নের পথিক, নৌকা শান্তির প্রতীক তাই আগামী ৭ তারিখের নির্বাচনে নৌকা মার্কায় সবাইকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই। এলাকায় শান্তি শৃঙ্খলা সমুন্নত রাখতে নৌকার কোন বিকল্প নেই। আমার মা সৈয়দা সাজেদা চৌধুরী ছিলেন আওয়ামী লীগের দুঃসময়ের কান্ডারী। সালথা-নগরকান্দার যত উন্নয়ন সবকিছুই তার হাত দিয়ে হয়েছে। মায়ের মত আমিও আপনাদের পাশে থেকে সারা জীবন আপনাদের সেবা করে যেতে চাই। আপনাদের সুখে দুঃখে সবার সাথে মিলেমিশে থাকতে চাই।

Related Articles

Leave a Reply

Back to top button