বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ছাত্র-জনতার উপর গুলি চালিয়ে গণহত্যাকারী খুনি হাসিনাসহ তার দোসরদের বিচারের দাবীতে বিএনপির উদ্যোগে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকাল ৫টায় আটঘর ইউনিয়ন বিএনপির আয়োজনে আটঘর বাজারে এই অবস্থান কর্মসূচি পালন করা হয়।
আটঘর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রবিউল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নাসির মাতুব্বর, আটঘর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মিঠু মিয়া, বিএনপি নেতা আকরাম মাতুব্বর, ওমর মাতুব্বর, সাইফুল খান, জহুর মাতুব্বর, মুরাদ মাতুব্বর, জাফর মাতুব্বর, রেজাউল করিম, উপজেলা যুবদল নেতা হাসান আরশাফ আলী, আখের আলী, শাফিকুল ইসলাম, মাহফুজুর রহমান খান, ফারুক হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মামুন চৌধুরী, আকরাম মোল্লা, ছাত্রদল নেতা বিপ্লব হোসেন প্রমুখ। এছাড়াও বিএনপি ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমাদের নেতা শামা ওবায়েদ ইসলাম রিংকুর দিকনির্দেশনায় আমরা দ্বিতীয় দিনের মতো এই অবস্থান কর্মসূচি পালন করছি।