
বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় মরহুম কেএম ওবায়দুর রহমান ৮দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫ইং এর শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (১৫ অক্টোবর) বিকেলে গট্টি হাই স্কুল মাঠে এ খেলার শুভ উদ্বোধন করা হয়।
ইউপি সদস্য নূরুউদ্দিন মাতুব্বরের সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক ডা: শামসুদ্দিনের সঞ্চালনায় উদ্বোধনীয় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. আছাদ মাতুব্বর। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপি নেতা ডা: শাহআলম, ইউনুস মোল্লা, নুর আলম, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক কৃষি বিষয়ক সম্পাদক খায়রুজ্জামান, গট্টি ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মো. বকুল মোল্লা, বিএনপি নেতা আনছার আলী মাতুব্বর, মাকছুদ আলী প্রমুখ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় ফরিদপুর ফুটবল একাদশ বনাম গোপালগঞ্জ ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ফরিদপুর একাদশ (০১ গোপালগঞ্জ একাদশ (০০) গোলে হারিয়ে ফরিদপুর একাদশ জয় লাভ করে।



