sliderস্থানীয়

সালথায় বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করলেন সাবেক এমপি জুয়েল

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: শারদীয় দূর্গাপূজা ২০২৩ উপলক্ষে ফরিদপুরের সালথার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ফরিদপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য সাইফুজ্জান চৌধুরী জুয়েল।

রবিবার (২২ অক্টোবর) বিকেল থেকে রাত পর্যন্ত সালথা সার্বজনীন কেন্দ্রীয় পূজা মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। মন্দির পরিদর্শনে গিয়ে স্থানীয় নেতৃবৃন্দ, মন্ডপের পূজারী, ভক্ত ও পূন্যার্থীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন, এবং পূজার আইন শৃংঙ্খলাসহ সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে তার সাথে ফরিদপুর মটর শ্রমিক লীগের সহ-সভাপতি এনায়েত হোসেন চৌধুরী, নগরকান্দা উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান আইয়ুব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শের আলী মিয়া, যুবলীগ নেতা লোকমান হোসেনসহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ সফর সঙ্গী ছিলেন।

পূজা মন্ডপ পরিদর্শন কালে জুয়েল চৌধুরী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে আগামীতে নৌকা মার্কায় আপনাদেরকে ভোট দিতে হবে। একমাত্র নৌকায় ভোট দিলেই দেশের উন্নয়ন হয়। তাই আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে কাজ করুন। শেখ হাসিনা সরকার বাংলাদেশের যে উন্নয়ন করেছে বিগত দিনের কোন সরকার এই উন্নয়নের ধারের কাছেও নেই।

Related Articles

Leave a Reply

Back to top button