sliderস্থানিয়

সালথায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং, যুবক আটক 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথায় প্রবাসীর স্ত্রীকে ইভটিজিং এর দায়ে সুজন মাতুব্বার (৩০) নামের এক যুবককে আটক করেছে সালথা থানা পুলিশ। গতকাল সোমবার (১ সেপ্টেম্বর) রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। আটক সুজন মাতুব্বার উপজেলার বিভাগদি গ্রামের জয়নাল মাতুব্বারের পুত্র ও এক সন্তানের জনক।

ইভটিজিং এর শিকার ঐ নারী উপজেলার আটঘর ইউনিয়নের বাসিন্দা ও এক সন্তানের জননী। 

মামলা সুত্রে জানাযায়, ইভটিজিং এর শিকার ঐ নারীর স্বামী দীর্ঘ ৪ বছর যাবৎ সৌদি আরবে চাকরিরত আছেন। স্বামী বাড়িতে না থাকায় সন্তান নিয়ে একাই বাড়িতে বসবাস করেন।

গত ২৭ আগষ্ট ঐ নারী তার মেয়েকে নিয়ে স্কুলে যাবার পথিমধ্যে সুজন মাতুব্বার বিভিন্ন অশ্লীল ইশারা ইঙ্গিত করতে থাকেন। একপর্যায়ে ওই নারীর ওড়না ধরিয়া টান দেয়।তখন ওই নারী চিৎকার করলে আশেপাশের লোক আসে তখন সুজন দৌড়ে পালিয়ে যায়।

এ ঘটনায় সালথা থানায় সুজন মাতুব্বরের নামে একটি ইভটিজিং মামলা দায়ের করেন ওই নারী।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ইভটিজিং মামলার আসামি সুজন মাতুব্বর কে গতকাল রাতে আটক করে পুলিশ। মঙ্গলবার সুজন মাতুব্বারকে ফরিদপুর আদালতে প্রেরন করা হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button