ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির নলছিটিতে প্রবীন সার্ভেয়ার বাবুল মল্লিককে হত্যার উদ্দেশ্যে বর্বরোচিত হামলার প্রতিবাদ এবং দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকাল ৩ টার দিকে উপজেলার ডেবরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় সড়কের দুই পাশে এলাকাবাসী দীর্ঘ লাইনে দাড়িয়ে বিভিন্ন প্লাকার্ড এবং ছবিযুক্ত পোষ্টার হাতে ও বুকে লাগিয়ে দোষীদের বিচারের আওতায় এন দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন মানববন্ধনে অংশগ্রহনকারী বক্তারা।
বক্তব্য রাখেন ঝালকাঠি সরকারি কলেজের অধ্যাপক মোঃ মশিউর রহমান রিপন, ডেবরা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আঃ লতিফ হাওলাদার, ইউপি সদস্য মোঃ রুহুল আমিন, ওয়ার্ড বিএনপির সম্পাদক আঃ সত্তার, সাবেক ইউপি সদস্য মোঃ মজিদ মেম্বার, নাচনমহল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আল মামুন, মোল্লাহারট ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন, স্বেচ্ছাসেবক দল নেতা মোঃ মনির হোসেন, স্বেচ্ছাসেবক দলনেতা মোঃ ইব্রাহিম খলিল প্রমুখ।
এ সময় দ্রæত সময়ের মধ্যে সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা নেবার জন্য অনুরোধ জানান বক্তারা।
প্রসঙ্গত গত ৪ ডিসেম্বর রাতে উপজেলার প্রবীন সার্ভেয়ার মোঃ বাবুল মল্লিককে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় একই এলাকার দুর্বৃত্তরা। এতে তার দুই হাত ও পা ভেঙে যায়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় ৯ জনকে আসামী করে নলছিটি থানায় হত্যা চেস্টা মামলা করা হয়েছে। তবে এ ঘটনার ২০ দিন পার হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার না হওয়াতে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আঃ সালাম জানান ৯ জন আসামীর ৫ জন জামিনে রয়েছেন। বাকি ৪ জন কে গ্রেফতারের চেস্টা অব্যাহত রয়েছে।