sliderবিনোদন

সার্কাস দেখাবেন জয়া আহসান (ভিডিও)

গায়ে জাদুকরী পোশাক। মোহনীয় ভঙ্গি। দৌড়ে এসে মঞ্চে পড়লেন। ছড়িয়ে দিলেন পোশাকের চারপাশ। উড়িয়ে দিলেন পায়রা। হাজার হাজার দর্শকের সামনে চিৎকার করে বললেন, ‘আই লাভ ইউ…।’
সার্কাস দেখাবেন জয়া আহসান (ভিডিও)

জাদুকরী পোশাকে জয়া আহসান। ছবি: সংগৃহীত

ছবিতে জয়া আহসানকে দেখা যাবে সার্কাস কর্মী হিসেবে। যেখানে সার্কাসকে কেন্দ্র করে এক সংগ্রাম করে চলেছেন তিনি। জয়ার সঙ্গে আরও অভিনয় করেছেন ফেরদৌস, তৌকীর আহমেদ শতাব্দী ওয়াদুদ, এ বি এম সুমন প্রমুখ।

‘বিউটি সার্কাস’ পরিচালনা করেছেন মাহমুদ দিদার। তিনি জানান, কিছু সমস্যা হয়েছিল ছবিটি নিয়ে। ছিল বাজেট স্বল্পতা। এ কারণে ছবির শুটিংয়ে বিঘ্ন ঘটেছে। তবে খুশির খবর হলো, আমরা শুটিং শেষ করেছি। শিগগির ছবিটি মুক্তি পাবে।

সার্কাস দেখাবেন জয়া আহসান (ভিডিও)

‘আই লাভ ইউ’ বলছেন জয়া আহসান। ছবি: সংগৃহীত

জয়া আহসান বলেন, ‘চরিত্রটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। আশা করছি নতুন এ চরিত্রটি দর্শকদের ভালো লাগবে।’

২০১৬ সালে সরকারি অনুদানে শুরু হয়েছিল ‘বিউটি সার্কাস’ ছবির শুটিং। কিন্তু মাঝে কয়েকবার ছবির শুটিং বন্ধ হয়ে যায়। শেষপর্যন্ত শুটিং শেষ হয়। নওগাঁ ও মানিকগঞ্জের বিভিন্ন লোকেশনে এটির শুটিং হয়। এবার মুক্তির অপেক্ষায় ছবিটি।

বিউটি সার্কাসের টিজার:

বিউটি সার্কাসের শুটিংয়ের একটি দৃশ্য:

ইত্তেফাক

Related Articles

Leave a Reply

Back to top button