
রতন ঘোষ, কটিয়াদী প্রতিনিধি : আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ২০২৫ এ মাত্র ১৩ বছর বয়সে প্রথম স্থান অধিকার করেছেন কটিয়াদী পৌর সদরের হাফেজ আব্দুল্লাহ আল মোনাজ্জিদ।
এই উপলক্ষে ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার উপজেলা প্রশাসন তাকে সংবর্ধনা জ্ঞাপন করেন এবং ত্রিশ হাজার টাকার একটি চেক উপজেলা প্রশাসনের পক্ষে নির্বাহী কর্মকর্তা মো: মাইদুল ইসলাম তার হাতে হস্তান্তর করেন। হাফেজ আব্দুল্লাহ আল মোনাজ্জিদ উপজেলার ভোগ পাড়া গ্রামের মাসুদ রানার একমাত্র ছেলে ও কিশোরগঞ্জ মারকাজুল উম্মাহ তাহফিজুল কুরআন মাদ্রাসার মেধাবী ছাত্র।
গত শনিবার রাজধানীর আহলুল কুরআন ওয়াস সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রায় ৩০ হাজার কুরআনের হাফেজদের সাথে প্রতিযোগিতা করে প্রথম স্থান অর্জন করেছেন হাফেজ আব্দুল্লাহ আল মোনাজ্জিদ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাইদুল ইসলাম সহ কটিয়াদী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম মাহফুজ ও আব্দুল্লাহ আল মোনাজ্জিদের প্রাথমিক স্তরে শিক্ষক মো: নুরুল হক সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।




