sliderস্থানীয়

সারাদেশে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ

মোঃ ইসলাম,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে, ঠাকুরগাঁওয়ে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।

ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহরের চৌরাস্তায় ঘন্টা ব্যাপী এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তারা সাংবাদিকদের ওপর হামলাকারীদের তীব্র নিন্দা জানায় এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

বক্তারা আরো বলেন দলমত নির্বিশেষে সকল ধরনের সংবাদ সংগ্রহ করাই সাংবাদিকদের কাজ, সাংবাদিকরা কোন দলের নয়। তাহলে সাংবাদিকদের ওপর বারবার এ ধরনের হামলা হবে কেন। সাংবাদিকের উপর হামলাকারীদের সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী নে বক্তারা।

সমাবেশে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক লুৎফর রহমান মিঠু সহ সিনিয়র সাংবাদিকবৃন্দ। এ সময় প্রিন্ট, ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button