slider

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার দাবিতে মানববন্ধন

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ আসন্ন শারদীয় দূর্গোৎসব নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্য নিয়ে
“সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন” এই স্লোগান নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদ যশোর জেলা শাখা সারাদেশের ন্যায় যশোরেরও মানববন্ধনের আয়োজন করে।
আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকাল চারটায় যশোর প্রেসক্লাবের সামনে এ মানব বন্ধন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় নেত্রী সাবেক জেলা সভাপতি হাবিবা শেফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির জেলা সভাপতি হারুন অর রশীদ, পরিবেশ আন্দোলনের নেতা খন্দকার আজিজুল হক মনি, জেলা শিল্পকলা একাডেমীর সাধারন সম্পাদক এ্যাডঃ মাহমুদ হাসান বুলু, মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক ফারদিন রহমান এ্যনি, সনাক যশোরের সভাপতি অধ্যক্ষ শাহিন ইকবাল,উদীচীর জেলা সহ সভাপতি এ্যাডঃ আমিনুর রহমান হিরু, আইইডির পক্ষে কাজল বিশ্বাস, প্রথম আলো বন্ধু সভা যশোরের সভাপতি লাকি কাপুড়িয়া ও রবীন্দ্র সংগীত সম্মেলন পরিষদের সাধারন সম্পাদক শুভ গুপ্ত প্রমুখ। আলোচনা সঞ্চালন করেন মহিলা পরিষদ জেলা কমিটির আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ কামরুন নাহার কনা প্রমূখ।

আলোচনায় বক্তারা বলেন, প্রতি বছর সার্বজনীন দূর্গা পূজার সময় কিছু দূবৃত্ত প্রতিমা ভাংচুর, মন্দিরে অগ্নি সংযোগ সহ বিভিন্ন অপতৎপরতার মাধ্যমে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি প্রশ্নের মুখোমুখি করে। আসন্ন পূজার পূর্বাহ্নে কয়েকটি মন্দিরে নির্মিয়মান প্রতিমা ভাংচুরের খবর পাওয়া গেছে। ৭১-এ রক্তের বিনিময়ে অর্জিত ধর্মনিরপেক্ষ বাংলাদেশে আমরা কোন সাম্প্রদায়িক নিপীড়ন দেখতে চাই না। সরকারের কাছে দাবী কঠোর ভাবে সাম্প্রদায়িক গোষ্ঠিকে দমন করুন, সাথে সাথে দেশবাসীর প্রতি আহ্বান সচেতন ভাবে সাম্প্রদায়িক শক্তিকে প্রতিরোধে সচেতন থাকুন।
আজকের অনুষ্ঠিত মানববন্ধনে রাজনৈতিক সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ জনগণ স্বতঃস্ফূর্তভাবে মানববন্ধনে অংশ গ্রহন করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button