
বছর দুয়েক আগে গোপনেই বিয়েটা সেরে ছিলেন বাংলাদেশের তারকা পেসার রুবেল হোসেন। স্ত্রী সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি, প্রকাশ করা হয়নি কোনো ছবিও। স্ত্রীর নাম ইসরাত জাহান দোলা আর গ্রামের বাড়ি বাগেরহাট- এতটুকুই প্রকাশ পেয়েছিল। দীর্ঘ সময় পর এবার নিজেই স্ত্রীর ছবি প্রকাশ করলেন রুবেল। সামাজিক যোগযোগ মাধ্যম ফেসবুকে আজ দুপুরে স্ত্রী ইসরাত জাহানের সাথে ছবি পোস্ট করেন এই ক্রিকেটার।
তাদের এই ছবি প্রকাশ পাওয়ার পর অনেকে মন্তব্য করেছেন। অনেকে তাদের ‘হ্যাপি কাপল’ বলেছেন। এক ভক্ত এই দম্পতিকে ‘হ্যাপি’ হওয়ার আহবান জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘মাশাআল্লাহ..দেখে তো দুজনকে অনেক হ্যাপি মনে হচ্ছে। তোমার শুভাকাঙ্ক্ষীরাও দেখে হ্যাপি হচ্ছে। একজন ভক্ত হিসেবে চাওয়া তোমরা হ্যাপি হও আর তুমি ভালো ক্রিকেট খেলে দেশের মানুষকে হ্যাপি করো।’
উল্লেখ্য, গত বিশ্বকাপের আগে মডেল অভিনেত্রী নাজনীন আক্তার হ্যাপির সাথে রুবেল হোসেনের গোপন সম্পর্কের খবর ফাঁস হয়। একপর্যায়ে রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপি। এ জন্য দুই দিন জেলও খাটতে হয় রুবেলকে। পরবর্তী সময়ে জামিনে মুক্তি পেয়ে বিশ্বকাপ খেলতে যান রুবেল। ওই বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করেন রুবেল। এরপর ২০১৬ সালে অনেকটা গোপনেই করে ফেলেন এই পেসার।