
সোহেল রানা, সাভার (ঢাকা) : ঢাকার সাভারে ৩১ জুলাই দিবাগত রাত ১২টা১ মিনিটে আগস্টের প্রথম প্রহরে এক বিশেষ দোয়া অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়েছে।
সাভার মডেল থানা চত্বর মিলনায়তনে এই দোয়ার আয়োজন করা হয় । এর আগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব ও ১৫ আগস্টে নিহতদের ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করা হয়।
দোয়া আয়োজনে সভাপতিত্ব করেন সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম, পিপিএম। এ সময় ১৫ আগস্ট দিনব্যাপী ও পুরো মাস জুড়ে বিভিন্ন কর্মসূচি ঘোষণা করা হয়।
বঙ্গবন্ধুসহ ইতিহাসের জঘন্যতম হত্যাকাণ্ডে নির্মমভাবে নিহতদের আত্মার মাগফেরাত ও বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানাসহ পুরো পরিবারের কল্যাণ কামনা করে দোয়া পরিচালনা করেন স্থানীয় এক মাওলানা।
এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মোমেনুল ইসলাম , সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মাকারিয়াস দাস, ট্যানারি ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রাসেল মোল্লা, সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ পরিদর্শক এসএম নূরুল কাদির সৈকতসহ থানার অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।