sliderস্থানীয়

সাভারে হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার সাভারে প্লাস্টিকের রশি দিয়ে হাত পা বাঁধা ও গলায় গামছা পেঁচানো অজ্ঞাত যুবকের মরদেহের উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় (পিবিআই) পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন ও অপরাধ তদন্ত বিভাগ ঘটনাস্থলে এসে লাশের পরিচয় সনাক্তের কাজ করছেন।
শনিবার (১১ জুন) সকাল ১১ টার দিকে সাভারের আনন্দপুর সিটি ল্যান্ডের বালুর মাঠ এলাকার একটি পরিত্যাক্ত বাউন্ডারির ভিতর থেকে নিহতের মরদেহের উদ্ধার করা হয়।
প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, সকাল ৮ টার দিকে এক নারী ওই বাউন্ডারির ভিতরে ময়লা ফেলতে যায়। এসময় নিহতের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। নিহতের পরনে লুঙ্গি ও গায়ে শার্ট পরিহিত ছিল। তার দুই হাত পিঠমোড়া দিয়ে বাঁধা ছিল, দুই পা প্লাস্টিকের রশি দিয়ে বাধা ছিল।
সাভার মডেল থানার অফিসার্স ইনচার্জ কাজী মাইনুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
অপরাধ তদন্ত বিভাগ, ঢাকার সিআইডি রাসেল কবির বলেন, নিহতের পরিচয় শনাক্ত করতে কাজ চলছে । ঢাকা জেলা পিবিআই এর উপপরিদর্শক মানিক চন্দ্র সাহা বলেন অল্প সময়ের মধ্য নিহতের পরিচয় সনাক্ত হবে তার জন্য আমরা কাজ করছি। পরিচয় সনাক্ত হলেই বিস্তারিত আপনাদের জানানো হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button