সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : সাভারের আশুলিয়ায় হাজী ইউনুস আলী স্কুল এন্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক উৎপল কুমার সরকারের নির্মম ও বর্বরোচিত হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার (২৯ জুন) সকাল ১১ টার দিকে কলেজ মাঠ প্রাঙ্গনে অধ্যক্ষের সভাপতিত্বে কর্মসূচি পালন করেন সাভার সরকারি কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা। এর আগে গতকাল রাতে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমরুল হাসান প্রতিষ্ঠানের পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা করেন। প্রতিবাদী এই কর্মসূচিতে সকালে স্বতস্ফূর্তভাবে শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ নেয় ।
নিহত শিক্ষক উৎপল সরকার সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার এঙ্গেলদানি গ্রামের মৃত অজিত সরকারের ছেলে। তিনি প্রায় ১০ বছর ধরে আশুলিয়ার চিত্রশাইল এলাকার হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের ‘কলেজ শাখার’ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক এবং শৃঙ্খলা কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আজ একটি জঘন্য ঘটনার কারণে আমরা আমাদের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে সাভার সরকারি কলেজ পরিবারের পক্ষ থেকে তীব্র নিন্দা জ্ঞাপন করার জন্য একত্রিত হয়েছি। এই ঘটনাকে কেন্দ্র করে সারা বাংলাদেশ আজ ফুঁসে উঠেছে। আমাদের মাথা নত হয়ে গেছে । শিক্ষক জাতির মেরুদন্ড , শিক্ষক মানুষ গড়ার কারিগর । আজ বেছে বেছে এই অল্প বয়সের ছাত্র নামধারী অছাত্ররা এবং তাদের যারা ইন্ধন জোগানকারি সকলে মিলে শিক্ষকদের উপর এই ন্যক্কারজনক হামলা চালাচ্ছে । তারা এতেই ক্ষান্ত নয় এমনকি উৎপল সরকারদের মত শিক্ষকের প্রাণনাশের ঘটনাও ঘটাচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ।
বক্তারা আরও বলেন, শিক্ষক একটি সভ্যজাতি গঠনের কারিগর । এদেরকে যখন হত্যা করার পরিকল্পনা করা হয় , তখন যে কোন দেশের মূল প্রাণ শক্তি সভ্যতা, সংস্কৃতি এবং স্বাধীনতা-সার্বভৌমত্বের উপর হত্যাযজ্ঞ কাজ সংঘটিত হয় বলে আমরা মনে করি। মূলত এরাই হচ্ছে একটি দেশের জন্য কীটপতঙ্গের তুল্য । একই সাথে এই হত্যাকাণ্ডের সাথে প্রধান অভিযুক্ত জিতু সহ জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের আল্টিমেটাম দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, ঘটনার দিন জিতু এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দিয়েছে। নিহত শিক্ষক উৎপল সরকারের অবস্থার অবনতি হলে পর দিন জিতু পরিবারসহ পালিয়ে যায়। মূলত ঘটনার দিন প্রমিলা ক্রিকেট ম্যাচের ৪ ওভারের মাথায় শিক্ষক উৎপলকে স্টাম্প দিয়ে পিটিয়ে হত্যা করে জিতু। আমরা জিতু সহ জড়িত সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও ফাঁসি চাই। এ ঘটনায় মামলা হলেও জিতুকে গ্রেপ্তার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে এর থেকেও বৃহৎ কর্মসূচি দিয়ে সড়কে দাঁড়ানো হবে বলে হুঁশিয়ারি করা হয় ।
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ প্রফেসর মো: ইমরুল হাসান বলেন , আইনশৃঙ্খলা বাহিনীকে মূল হত্যাকারীদের আইনের আওতায় এনে দ্রুত বিচার করার আহ্বান জানাচ্ছি।
প্রসঙ্গত, গত শনিবার (২৫ জুন) দুপুরে আশুলিয়ার চিত্রশাইল এলাকায় হাজী ইউনুস আলী স্কুল অ্যান্ড কলেজের মাঠে শিক্ষক উৎপলকে স্ট্যাম্প দিয়ে আঘাত করেন তারই ছাত্র জিতু সহ তার সহযোগীরা। পরে আহত শিক্ষককে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সোমবার (২৭ জুন) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় রোববার আশুলিয়া থানায় নিহত শিক্ষকের ভাই বাদী হয়ে মামলা করেন। এর পর থেকেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা।
এসময় সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমরুল হাসান, সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ দিল আফরোজা শামীম হেনা, বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।