sliderস্থানীয়

সাভারে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন

সোহেল রানা,সাভার(ঢাকা): ঢাকার সাভারে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে।
তার মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও রুহের মাগফেরাত কামনা করে শোক প্রকাশ করেছেন সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম ও সাভার মডেল থানার অফিসার ইনচার্জ কাজী মাইনুল ইসলাম পিপিএম।
বুধবার(২৩ ডিসেম্বর) বিকেলে সাভার উপজেলার ভাকুর্তা ইউনিয়নের মুশুরীখোলা চরতুলাতুলি এলাকায় তার জানাজা অনুষ্ঠিত হয়।
সেখানে তাকে সাভার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ রহমত উল্লাহ ও সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাসের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল গার্ড অব অনার প্রদান করে। পরে মুশুরীখোলা চরতুলাতুলি পারিবারিক কবরস্থানে তার লাশ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়।
এর আগে জানাজায় স্মৃতিচারণ করে বক্তব্য দেন,মরহুমের বড় ছেলে মো: খোকন মিয়াসহ স্থানীয় মুরুব্বীরা।
উল্লেখ্য, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম স্ত্রী মমতাজ বেগম,বড় ছেলে মো: খোকন মিয়া,মেজো ছেলে মো: রোকনুজ্জামান রোকন,সেজো মেয়ে সুফিয়া আক্তার,ছোট মেয়ে সেলিনা আক্তার সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুই নং সেক্টরের আওতায় সাভারের ভাকুর্তা এলাকায় মুক্তিযুদ্ধে অংশ নেন। বার্ধক্য, ডায়াবেটিস, হাই প্রেসার ও স্ট্রোকে আক্রান্ত হয়ে সাভারের এনাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৩ টায় মৃত্যুবরণ করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button