সাভারের আশুলিয়া থেকে সাতশ টিয়া ও মুনিয়া পাখিসহ চারজনকে আটক করেছে বাংলাদেশ বন বিভাগের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। শুক্রবার ভোরে আশুলিয়ার জিরাবো ইটাখোলা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিক্রয় নিষিদ্ধ এসব পাখিসহ ওই চার ব্যক্তিকে আটক করা হয়। পরে আটকদের এক বছর করে কারাদণ্ড এবং পাখিগুলোকে ঢাকা বিশ^বিদ্যালয়ের কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন- ওসামান গনী (৩৫), রফিকুল (৭০), চানমিয়া (২৮), রহমত (৭৮)।
বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিটের বন্যপ্রাণী পরিদর্শক অসীম মল্লিক জানান, গোপন খবরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলমের উপস্থিতিতে আশুলিয়ার ইটখোলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি গোডাউন থেকে বিভিন্ন প্রজাতির সাত শতাধিক পাখি উদ্ধার করা হয়। এসময় অভিযান চালিয়ে পাখিসহ চক্রটির চার সদস্যকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের প্রত্যেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং পাখিগুলোকে রাজধানীর কার্জন হল এলাকায় অবমুক্ত করা হয়েছে। এসব পাখির মধ্যে ২২০টি মুনিয়া, ৯০টি টিয়া এবং ৪০০ ঘুঘু রয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, একটি অসাধু চক্র বিক্রির উদ্দেশ্যে পাখিগুলো নিয়ে আসে। এ চক্রের সদস্যরা অধিক লাভের আশায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও পাখিগুলোকে ধরে এনে বেশি দামে বিক্রি করে। এদেরই একটি চক্র কাটাবনে পশু-পাখির মার্কেটে সক্রিয়। তারা র্যাবের নজরদারিতে রয়েছে। ইত্তেফাক