sliderস্থানীয়

সাভারে ফুটওভার ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কলেজশিক্ষার্থীর মৃত্যু

সাভার (ঢাকা)প্রতিনাধি: সাভারে ঢাকা-আরিচা মহাসড়কের উপর ফুটওভার ব্রিজে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্থানীয় বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম মো: তারেকুজ্জামান। তিনি ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন।

বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সকালে আশুলিয়ার ডেন্ডাবর বাসা থেকে কলেজে আসার পথে মহাসড়কের উপর ফুটওভার ব্রিজে একটি ঝুলন্ত তারে আগুন জ্বলছিল। এ সময় তারেকুজ্জামান বালি দিয়ে আগুন নিভাতে গিয়ে বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন। পরে তার সহপাঠীরা সাভারের এনাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, বিপিএটিসি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষ এবং শিক্ষার্থীদের দাবি ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩ শিমুলতলা অফিস কর্তৃপক্ষের অবহেলার কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে।

বিপিএটি স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক হাসানুজ্জামান শেখ জানান, নিহত তারেকুজ্জামান অনেক ভালো ছাত্র ছিল। তার বাবা জীবিত নেই। তার মা ঢাকা রফতানি প্রক্রিয়াকরণ এলাকায় (ডিইপিজেড) গামের্ন্টসে চাকরি করেন।

তিনি আরো জানান, বিদ্যুতের তারের আগুন বালি দিয়ে নিভাতে গিয়ে তাদের শিক্ষার্থী মারা যায়।

অপরদিকে, ঢাকা পল্লীবিদ্যুৎ সমিতি-৩-এর শিমুলতলা অফিসের ডিজিএম মো: এমারত হোসেনের দাবি, তারেকুজ্জামানের মৃত্যু বিদ্যুতের তারে স্পৃষ্ট হয়ে হয়নি। তিনি বলেন, ধারণা করা হচ্ছে ডিস, ইন্টারনেটসহ অন্য কোনো তারে পেঁছিয়ে তিনি মারা যেতে পারেন।

Related Articles

Leave a Reply

Back to top button