sliderস্থানীয়

সাভারে তেলের লরি উল্টে ৫ গাড়িতে আগুন, নিহত ২ দগ্ধ ৮

সোহেল রানা,সাভার : ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে তেলের লরি উল্টে লরিসহ পাঁচটি গাড়িতে আগুন লেগে যায়। এতে দগ্ধ হয়ে দুই জন মারা গেছেন এবং হাসপাতালে ভর্তি আছেন আট জন।

নিহতরা হলেন- নজরুল ইসলাম (৪৫) ও যশোর চৌগাছার আব্দুল আজিজের ছেলে ইকবাল হোসেন (২৮)। নজরুল ইসলামকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বাকি দগ্ধরা হলেন—আব্দুস সালাম (৩৫), মিলন মোল্লা (২২), আল আমিন (৩৫), নিরাঞ্জন (৪৫), মিম (১০), হেলাল (৩০), সাকিব (২৪) ও মো. আল আমিন (২২)।

মঙ্গলবার (২ এপ্রিল) ভোর ৫টার দিকে মহাসড়কের জোড়পুল এলাকায় আরিচাগামী লেনে এই ঘটনা ঘটে বলে প্রতিবেদককে জানিয়েছেন ফায়ারসার্ভিস জোন-৪’র উপ-সহকারী পরিচালক মো. আলাউদ্দিন।

তিনি বলেন, ‘ভোর ৫টায় মহাসড়কে একটি তেলবাহী লরিতে আগুন লাগে। আগুন মুহূর্তেই আরও চার গাড়িতে ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে সাভার ও হেমায়েতপুর ফায়ার সার্ভিসের ছয় ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পৌনে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।’

এ ঘটনায় দগ্ধ হয়ে ঘটনাস্থলে ইকবাল হোসেন মারা যান। বাকি দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আগুনে তেলবাহী লরি, প্রাইভেট কার, সিমেন্টবাহী ট্রাক, তরমুজবাহী ট্রাক ও কাভার্ড ভ্যান পুড়ে গেছে উল্লেখ করে মো. আলাউদ্দিন আরও বলেন, ‘মৃত ব্যক্তি সিমেন্টবাহী ট্রাকের হেলপার ও দগ্ধরা পরিবহন শ্রমিক হবে বলে ধারণা করছি।’

দগ্ধ প্রাইভেট কারচালক আবদুস সালাম প্রতিবেদককে বলেন, ‘হেমায়েতপুরে সিএনজি পাম্প থেকে গ্যাস নিয়ে ঢাকার দিকে ফিরছিলাম। জোড়পুল এলাকায় তেলের লরি উল্টে আগুন ধরে যায়। তখন লরির আশপাশে থাকা গাড়িগুলোয় আগুন লাগে।’

তিনি আরও বলেন, ‘আমার প্রাইভেট কারে যাত্রী ছিল না। যখন আগুন ধরে তখন গাড়ি থেকে বেরিয়ে যাওয়ার সময় মাথার একপাশ ও পা পুড়ে যায়।’

দগ্ধ মিলন মোল্লার (২০) স্ত্রী জান্নাতি বলেন, ‘আমার স্বামী সিমেন্টবাহী গাড়ির শ্রমিক। তার গাড়িতে আগুন লাগলে তিনি দগ্ধ হন।’

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্বরত এক আবাসিক চিকিৎসক বলেন, ‘হেমায়েতপুরের আগুনের ঘটনায় নয় জনকে এখানে আনা হয়েছে। তাদের একজনকে মৃত অবস্থায় পেয়েছি। বাকিরা ভর্তি আছেন।’

আগুনের ঘটনায় মহাসড়কের দুই পাশেই তীব্র যানজট সৃষ্টি হয়।

সাভার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বাবুল আক্তার বলেন, সকালে হেমায়েতপুরের জোরপুল এলাকায় একটি তেলের লরি উল্টে আগুন ধরে গেলে চারটি ট্রাক ও একটি প্রাইভেটকার পুড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হয়েছেন। এ ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহজামান পিপিএম বলেন, ঘটনার পর ঢাকা-আরিচা মহাসড়ক প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল। এখন যান চলাচল করছে, তবে সড়কটিতে জটলা রয়েছে। পুলিশ কাজ করছে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button