sliderস্থানীয়

সাভারে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের পাশে জামায়াত

সোহেল রানা,সাভার: ঢাকার সাভারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারকে সমবেদনা ও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।

বুধবার সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি পালন করা হয়। সাভারের ব্যাংক টাউন এলাকায় পুলিশের গুলিতে প্রথম নিহত শিক্ষার্থী ইয়ামিনের বাড়িতে গিয়ে সমবেদনা জানান জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির, সাবেক সংসদ সদস্য আ.ন.ম শামছুল ইসলাম ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ।

পরে সাভারের তালবাগ, ডগরমোড়া, স্মরণিকা, ডেইরি ফার্ম, আশুলিয়া পলাশবাড়ি এলাকায় নিহতদের বাড়িতে যান জামায়াতের নেতারা। এসময় তারা পরিবারের স্বজনদের সমবেদনা, নিহতদের কবর জিয়ারত এবং নিহতদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন।

এছাড়া নিহতদের পরিবারগুলোকে প্রদান করা হয় বিভিন্ন অংকের আর্থিক সহায়তা। ভবিষ্যতেও তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন জামায়াতের নেতারা।
জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির আ.ন.ম শামছুল ইসলাম বলেন, সারাদেশে ছাত্র জনতার আন্দোলনে শহীদদের পরিবারগুলোর আমরা খোঁজখবর নিচ্ছি। জামায়াতে ইসলামী সব সময় তাদের পাশে আছে। দলের নেতাকর্মীসহ দেশবাসীকেও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আহ্বান জানান।

এসময় ঢাকা জেলা উত্তর জামায়াতের আমির আফজাল হোসেন, নায়েবে আমির মাওলানা আব্দুল রউফ, সেক্রেটারি শাহাদাত হোসেন, সাভার পৌর আমির আব্দুল আজিজ, সেক্রেটারী আব্দুল কাদের, শিবিরের জেলা সভাপতি আবু সুফিয়ান প্রমুখ উপস্থিত ছিলেন।
বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় নেতাদের সাথে উপস্থিত ছিলেন কয়েক শত জামায়াত-শিবিরের স্থানীয় নেতাকর্মী।

Related Articles

Leave a Reply

Back to top button