sliderস্থানীয়

সাভারে গুণী শিক্ষকের বিদায় সংবর্ধনা

সোহেল রানা, সাভার (ঢাকা)প্রতিনিধি : ঢাকার অদূরে সাভারের সর্বোচ্চ বিদ্যাপীঠ সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক খোন্দকার বদিউল আলমের অবসর জনিত বিদায়ী সংবর্ধনা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০) জুন দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভাগের আয়োজনে কলেজের ২২৩ নং কক্ষে এই বিদায়ী সংবর্ধনা জানানো হয়। এতে সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা সুলতানার সভাপতিত্বে সাভার সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমরুল হাসানকে প্রধান অতিথি করা হয়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাভার সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. দিল আফরোজা শামীম, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক মোল্লা ফিরোজ আল মামুন, সাভার সরকারি কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মো: ফজলুল হক।


অনুষ্ঠানে সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক এমরানুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি, বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক-শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা, শিক্ষকতা জীবনের ২৭ বছরের পথচলায় শিক্ষিত সমাজ বিনির্মাণে গুনী এই শিক্ষকের বিভিন্ন অবদান তুলে ধরেন এবং তার উত্তরোত্তর সফলতা কামনা করেন। এছাড়াও তারা বলেন সাভার সরকারি কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা সর্বদা এই শিক্ষকের অবদান মনে রাখবে। পরে দেশ, জাতি ও সদ্য অবসরে যাওয়া খোন্দকার বদিউল আলমের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
এ সময় সাভার সরকারি কলেজের উদ্ভিদ বিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ড. এ কে এম সাঈদ হাসান , ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক আল-হামরা , সহযোগী অধ্যাপক আবুল কালাম আজাদ, প্রভাষক মনিরুজ্জামান , প্রভাষক আল বেলি সহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এদিকে সাভার সরকারি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান খোন্দকার বদিউল আলম অবসরে যাওয়ায় জ্যেষ্ঠতার ভিত্তিতে একই বিভাগের সহযোগী অধ্যাপক সেলিনা সুলতানা বিভাগীয় প্রধান হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন।

Related Articles

Leave a Reply

Back to top button