sliderস্থানীয়

সাভারে আনলিমা টেক্সটাইল শ্রমিকদের অবস্থান

সাভার প্রতিনিধি : সাভারে ঢাকা-আরিচা মহাসড়কে বকেয়া বেতনের দাবিতে আনলিমা টেক্সটাইল লিমিটেড কারখানার ছাঁটাইকৃত শ্রমিকরা মূল ফটকের সামনে অবস্থান কর্মসূচিসহ বিক্ষোভ করেছে।

সোমবার সকাল থেকে উলাইল বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান কর্মসূচি পালন করে।

এ সময় শ্রমিকরা জানান, শুক্রবার (২ ফেব্রুয়ারি) কারখানা কর্তৃপক্ষ হঠাৎ করে ২৫জন শ্রমিককে ছাঁটাই করে। পরবর্তীতে তারা আজ না কাল করতে করতে শেষ পর্যন্ত রোববার (১১ ফেব্রুয়ারি) তাদের আইনগত বকেয়া পরিশোধ না করলে সকাল থেকে তারা কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করে।

ভুক্তভোগী এক শ্রমিক বলেন, ‘আমাদের হঠাৎ করেই কর্তৃপক্ষ ছাঁটাই করেছেন। কিন্তু কারখানার কর্তৃপক্ষ আইন মেনে পাওনাদি পরিশোধ করেননি। আমরা কারখানার গেটের সামনে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগ করেনি। বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেয়ার চেষ্টা করেন। এ সময় আন্দোলনরত শ্রমিকরা ছাঁটাইকৃত ২৫ শ্রমিককে পূর্ণবহালের দাবি করেন।’

এ ব্যাপারে রাষ্ট্র সংস্কার শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহ আলম হোসাইন জানান, ‘কারখানার কর্তৃপক্ষ শ্রমিকদের পাওনাদি পরিশোধ না করে অন্যায়ভাবে শ্রমিকদের ছাঁটাই করা হয়েছে। অবিলম্বে ছাঁটাইকৃত শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধের ব্যবস্থা করার দাবি জানান তিনি।

এ সময় শ্রমিক নেতা রাসেল প্রামানিক, জান্নাতুল ফেরদৌসী আঁখি, এমদাদুল ইসলাম এমাদ, রতন হোসেন মোতালেব, আলী আকবর খান রমজান, নজরুল ইসলাম, দীপা আক্তারসহ ছাটাইকৃত শ্রমিকরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button