sliderস্থানীয়

সাভারের বংশী নদী দস্যুদের দখলে, সরকারি অর্থে তামাশার অভিযান

সোহেল রানা, সাভার (ঢাকা) : সাভারে দস্যুদের দখলে থাকা নদী উদ্ধারের নামে হয়ে গেল তামাশার অভিযান। সরকারি অর্থ অপচয় করে রোববার দুপুরে নদী উদ্ধারের নামে লোক দেখানো অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে বংশী নদীর জায়গা দখল করে গড়ে ওঠা একটি বাগান বাড়ির চারপাশে টিন দিয়ে ঘিরে রাখা সীমানা প্রাচীর ভেকুর সাহায্যে খুলে দেয়া হয়। তবে সম্পূর্ণ অক্ষত রেখে দেওয়া হয় অবৈধভাবে নির্মিত বাড়িটি।

দীর্ঘদিন ধরে নদীর জায়গা দখল করে গড়ে ওঠা অসংখ্য স্থাপনার একটিকেও উচ্ছেদ করা হয়নি কথিত এই অভিযানে। একদিকে সাংবাদিকদের সাথে নিয়ে চলছিল ব্রিফিং। অন্যদিকে ব্রিফিং চলাকালেই সকলের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে দিয়ে শেষ করে দেয়া হয় অভিযান।
এ ধরনের লোক দেখানো অভিযানে হতবাক ও হতাশ হয়েছেন গণমাধ্যমকর্মীসহ সকলেই। অবিলম্বে সাভারের প্রাণ খ্যাত একসময়ের খরস্রোতা বংশী নদী দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানিয়েছেন সাভারবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button