সাবেক মন্ত্রী গ্রেফতারে নিয়ামতপুরে বিএনপির মিষ্টি বিতরণ

জনি আহমেদ,নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতারের খবরে নিয়ামতপুরে উপজেলা বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার রাতেই নিয়ামতপুর উপজেলায় সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডাক্তার ছালেক চৌধুরীর পক্ষে শামীম রেজা বাদশা চৌধুরী ও বিএনপির নেতা ও নওগাঁ পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সাবেক ডাইরেক্টর আব্দুর রহমান নেতৃত্বে নিয়ামতপুর বাজারে আনন্দ মিছিল হয়।
শুক্রবার (০৪ অক্টোবর) সকালে নিয়ামতপুর উপজেলার গাবতলী বাজারে নওগাঁ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মোস্তাফিজুর রহমানের পক্ষে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)। মিষ্টি বিতরণের পাশাপাশি এলাকার জনগণ সাধনের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তিরা বলেন, ক্ষমতা পেয়ে সাধন জমি দখল, অবৈধ সম্পদ অর্জন, মানুষের উপর জুলুমসহ নানা অপকর্ম করেছেন। যার কারণে তিনি গ্রেফতার হওয়ার পর এলাকাবাসী মিষ্টি বিতরণ করেছেন। আনন্দ উদযাপন করছেন। এটা থেকে ক্ষমতাশীনদের শিক্ষা নেওয়া উচিত।