slider

সাবেক মন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত

মৌলভীবাজার প্রতিনিধি : সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের ১৪তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মৃত্যুবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও তার রাজনৈতিক সংগঠন বিএনপি। এ উপলক্ষে মঙ্গলবার স্মৃতি পরিষদ ও মরহুমের পরিবারের পক্ষ থেকে তার গ্রামের বাড়ি সদর উপজেলার বাহারমর্দনে কোরআন খতম, মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানানো, আলোচনা সভা ও বাদ জোহর মিলাদ, দোয়া ও তবারক বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন এম সাইফুর রহমানের পুত্র বিএনপি’র নির্বাহী সদস্য, জেলা বিএনপি সভাপতি ও সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান সহ পরিবারের সদস্য, স্মৃতি পরিষদ ও বিএনপি নেতৃবৃন্দ। এ ছাড়াও দলীয়ভাবে জেলা বিএনপি ও উপজেলা বিএনপি’র নেতাকর্মীরা মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিজ এলাকায় মিলাদ মাহফিল, দোয়াসহ নানা কর্মসূচি পালন করেন। পৃথকভাবে বিকাল ৫টায় সদর উপজেলার নিতেশ্বর গিয়াসনগর এলাকায় পাঁচতারকা মানের দুসাই রিসোর্টের সামনে এম সাইফুর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে এম সাইফুর রহমান স্মৃতি জাদুঘরের ভিত্তিস্থাপনের উদ্বোধন করা হয়।

এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দ তৌফিক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরীর পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটির মেয়র আরিফুল হক চৌধুরী। বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মোক্তাদির, ড. এনামুল হক চৌধুরী, মৌলভীবাজার জেলা বিএনপি’র সভাপতি সাবেক এমপি এম নাসের রহমান, সাবেক এমপি এডভোকেট নওয়াব আলী, আব্বাস খান, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. শাহরিয়ার হোসেন চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মোসলেহ উদ্দিন তারেক, সিলেট জেলা বিএনপি সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, মৌলভীবাজার জেলা বিএনপি’র উপদেষ্টা পৌর মেয়র মহসীন মিয়া মধু, মৌলভীবাজার জেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ুন, এম সাইফুর রহমানের পুত্র এম কায়ছার রহমান, এম শফিউর রহমান বাবু ও মেয়ে সাইফা রহমান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button