sliderউপমহাদেশশিরোনাম

সাবেক চীনা প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন বুধবার ৯৬ বছর বয়সে মারা গেছেন। তিনি লিউকেমিয়া এবং একাধিক অঙ্গ ব্যর্থতায় মারা গেছেন। ১৯৮৯ সালে তিয়ানানমেন বিক্ষোভের পর এক দশকের দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য তিনি দেশকে নেতৃত্ব দিয়েছিলেন। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম এ খবর জানিয়েছে।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, জিয়াং তার নিজ শহর সাংহাইয়ে স্থানীয় সময় রাত ১২টা ১৪ মিনিটে মারা যান। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি, সংসদ, মন্ত্রিপরিষদ এবং সামরিক বাহিনী তার মৃত্যুর ঘোষণা দিয়ে চীনা জনগণের উদ্দেশে একটি বিবৃতি প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়েছে, ‘কমরেড জিয়াং জেমিনের মৃত্যু আমাদের দল এবং সেনাবাহিনী ও সব জাতিগোষ্ঠীর জন্য একটি অপূরণীয় ক্ষতি।’ বলা হয়েছে, ঘোষণাটি ‘গভীর শোকের সঙ্গে’ দেওয়া হচ্ছে।
বিবৃতিতে জিয়াং জেমিনকে ‘প্রিয় কমরেড’ সম্বোধন করে তাকে উচ্চ মর্যাদার একজন অসামান্য নেতা, একজন মহান মার্কসবাদী, রাষ্ট্রনায়ক, সামরিক কৌশলবিদ এবং কূটনীতিক ও দীর্ঘ পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা হিসেবে বর্ণনা করা হয়েছে।
জিয়াং এমন একটি সময়ে মারা গেলেন যখন চীন উত্তাল সময় পার করছে। দেশটিতে করোনাভাইরাস বিধি-নিষেধবিরোধী বিক্ষোভ চলছে। চীন জিরো কভিড নীতির কারণে তীব্র অর্থনৈতিক মন্দার মধ্যে রয়েছে।
পিপলস ডেইলি, সিনহুয়াসহ রাষ্ট্রীয় গণমাধ্যমের ওয়েবসাইট শোকে কালো এবং সাদা রং করা হয়েছে। এ ছাড়াও চীনের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ওয়েইবোতে অসংখ্য ব্যবহারকারী জিয়াংয়ের মৃত্যুকে একটি যুগের শেষ হিসেবে বর্ণনা করেছেন।
হেনান প্রদেশভিত্তিক একজন ব্যবহারকারী লিখেছেন, ‘আমি খুব দুঃখিত, শুধু তার চলে যাওয়ার জন্য নয়, আমি সত্যিই অনুভব করছি যে একটি যুগের শেষ হলো। ’
জিয়াং ১৯৯৩ থেকে ২০০৩ সাল পর্যন্ত চীনের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। কিন্তু চীনের শীর্ষ পদ ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির প্রধান হিসেবে ১৯৮৯ সাল থেকে দায়িত্ব পালন করেছেন, যা ২০০২ সালে হুকে হস্তান্তর করা হয়। জিয়াং যখন অবসর নেন তখন নেতৃত্বের ঘনিষ্ঠ সূত্রে বলা হয়েছিল, হু যেদিকে তাকাবেন তিনি তার পূর্বসূরির সমর্থকদের দেখতে পাবেন।
সূত্র : রয়টার্স

Related Articles

Leave a Reply

Back to top button