
দোহার প্রতিনিধি : ঢাকার দোহারের সর্বত্রই প্রতিনিয়ত দেখা মিলছে বিষধর সাপের। বন-জঙ্গল ও ঝোপঝাড় ছেড়ে বাড়ির আঙিনায় ও রাস্তাঘাটে দেখা যাচ্ছে সাপ। বর্ষা আগেই বিষধর সাপ লোকালয়ে চলে আসায় আতঙ্কিত স্থানীয়রা।
জানা গেছে, গত দু’মাস ধরে বিষধর সাপের উপদ্রব বেড়ে গেছে উপজেলার বিভিন্ন এলাকায়। বিশেষ করে উপজেলার লক্ষীপ্রসাদ, রাইপাড়া, কার্তিকপুর, সুতারপাড়া, শিমুলিয়া, সোনার বাংলা, শিলাকোঠা, বাস্তা, সুন্দরী পাড়া, কাঠালীঘাটা, বৌবাজার এলাকায় সাপের উপদ্রবের খবর পাওয়া গেছে। দিনের বেলায় এসব এলকার বসতবাড়ির আঙিনায় ঘুরাঘুরি করছে। অনেকেই সাপের ছোবলের শিকার হচ্ছেন।
গত শনিবার দক্ষিণ শিমুলিয়া এলাকার মোঃ জুয়েলের ছেলে তাইব (১০) নিজ বাড়িতে খেলা করার সময় বিষধর সাপে ছোবল দেয়। আহত অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে উপজেলার লক্ষীপ্রসাদ এলাকার ইউনুছ মুন্সীর বাড়ি থেকে এক সপ্তাহ আগে কাল গোখরা জাতের ছয়টি সাপের বাচ্চা উদ্ধার করা হয়।
এদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কাপড়ের ভ্যাকসিন না থাকায় আক্রান্ত হওয়ার পর হাসপাতালে আসলেও হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ উঠেছে।
এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জসিম উদ্দিন জানান, উপজেলা পর্যায়ে সাপের কাপড়ে আক্রান্ত রোগিদের ভ্যাকসিন নেই। আমাদের এখানে রোগী আসলে দ্রুত ঢাকায় পাঠানো হয়।