sliderস্থানীয়

সাপাহারে গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে জাতীয় গনহত্যা দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আব্দুল্যাহ আল মামুনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি সংযুক্ত থেকে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় খাদ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন মন্ডল।
এ সময় সাপাহার উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. মুহা. রুহুল আমিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার, ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ, কৃষি কর্মকর্তা শাপলা খাতুন, প্রাণিসম্পদ কর্মকর্তা গোলাম রাব্বানী, কৃষি অফিসার মনিরুজ্জামান টকি, প্রেস ক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম মানিক, সহ সভাপতি সাংবাদিক হাফিজুল হক, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক সোহেল চৌধুরী রানা, সাংবাদিক মমিন খাঁন সহ সকল দপ্তরের কর্মকর্তা- কর্মচারী, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button