sliderস্থানীয়

সাপাহারে ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা অনুষ্ঠিত

সোহেল চৌধুরী রানা, সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১২ টায় উপজেলা সদরের নতুন বাস স্ট্যান্ডে সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুর রশিদের সভাপতিত্বে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় বিগত বছরের সংগঠনটির হিসাব বিবরণী উপস্থাপন করা হয়। সভার দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল সদস্যগণের সর্বসম্মতি ক্রমে পূর্বের ত্রি-বার্ষিকী কমিটি বিলুপ্ত ঘোষণা করে ইউনিয়নের প্রধান উপদেষ্টা তরিকুল ইসলামকে প্রধান করে আগামী ত্রি-বার্ষিকী নির্বাচন সফল করার লক্ষে সাত সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।
এসময় সমাজ সেবক মাহফুজুল হক চৌধুরী (বাবু), সাপাহার লোড পয়েন্ট অফিসের সভাপতি আব্দুর রহমান, সাধারণ সম্পাদক মানউদ্দীন, খাদ্য গুদাম লোড আন লোড সমিতির সাধারণ সম্পাদক সেতাবুর রহমান, সাপাহার উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা তরিকুল ইসলাম (সাবেক মেম্বার), মাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাইফুর রহমান, সাপাহার প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক হাফিজুল হক সহ ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Back to top button