Uncategorized

সানিয়াদের স্বপ্নভঙ্গ

ভারতের লিয়েন্ডার পেজ-রোহন বোপান্নার মতোই দশা হলো দেশটির আরেক জুটি সানিয়া মির্জা- প্রার্থনা থম্বের।
অলিম্পিক শুরুর আগে অনেক আশা জেগেছিল সানিয়াদের মহিলা ডাবলস জুটি নিয়ে৷ কিন্তু বাস্তবে দেখা গেল ব্যর্থ হলেন সানিয়ারা৷ রিও অলিম্পিকে মহিলা ডাবলসের প্রথম রাউন্ডেই হেরে গেল সানিয়া-প্রার্থনা জুটি৷ চীনা জুটি সুই ঝাং ও সুই পেং জুটির কাছে হেরে গেলেন সানিয়ারা৷
প্রথম সেটে তুল্যমূল্য লড়াই হলেও টাইব্রেকারে হেরে যান সানিয়ারা৷ চীনা জুটি সুই ঝাং ও সুই পেং জুটির কাছে হার ৭-৬, (৮-৬), ৫-৭, ৭-৫- গেমে হারে এই ভারতীয় জুটি৷
এভাবে সানিয়ার মতো তারকার হেরে যাওয়াতে হতাশ ভারতীয় টেনিস মহল৷ তাদের মতে প্রার্থনার দুর্বল সার্ভ এবং অনভিজ্ঞতার জন্যই সানিয়াকে দ্রুত ছিটতে যেতে হয়েছে অলিম্পিক থেকে৷ এভাবে হেরে যাওয়াতে রীতিমতো হতাশ সানিয়া৷ এখন মিক্সড ডাবলসে সানিয়া-বোপান্না জুটিই টেনিসে ভারতের শেষ ভরসা। এখন দেখার কী করতে পারেন সানিয়া-বোপান্না৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button