sliderস্থানীয়

সাধারণ যাত্রীদের মাঝে সুপেয় ঠান্ডা শরবত বিতরণ

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ তীব্র গরমের তাপমাত্রায় সর্বসাধারণের কথা চিন্তা করে যশোর জেলার অভয়নগর উপজেলার চলশিয়া ইউনিয়নের ডুমুরতলা গ্রামের যুবসমাজের উদ্যোগে কৃষক,শ্রমিক,গাড়ির চালকসহ সাধারণ যাত্রীদের সুপেয় ঠান্ডা শরবত পান করান অব্যাহত রেখেছে।

আজ মঙ্গলবার (৩০ এপ্রিল) দ্বিতীয় দিন সকাল দশটা থেকে বিকাল পর্যন্ত কালীবাড়ি টু নওয়াপাড়া রোডে চলাচল গামী সাহস্রাধিক কৃষক, শ্রমিক, গাড়ির চালকসহ সাধারণ যাত্রীদের মাঝে সুপেয় ঠান্ডা শরবত বিতরণ করা হয়েছে।
কৃষক, শ্রমিক, গাড়ির চালকসহ সাধারণ যাত্রীদের মাঝে সুপেয় ঠান্ডা শরবত পান করে উদ্যোক্তাদের মহতী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

উদ্যোক্তদের ভিতর পার্থ বিশ্বাস বলেন, তাপদহ চলা কালে স্বেচ্ছাশ্রমে এ কার্যক্রম চলমান রাখা হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

Back to top button