sliderস্থানীয়

সাটুরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে সদ্য বিবাহিত যুবকের মৃত্যু

শিবালয় (মানিকগঞ্জ) সংবাদদাতা: মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় গাজীর গানের অনুষ্ঠানে মাইকের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে সদ্য বিবাহিত শাকিল হোসেন (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

গত শনিবার (২৮ ডিসেম্বর) বিকেলে উপজেলার পাতিলাপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শাকিল হোসেন পাতিলপাড়া আবাসন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা গণি শেখের ছেলে। বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য মো. চঞ্চল হোসেন বলেন, সদ্য বিবাহিত শাকিল হোসেনের কোনো ঘর-বাড়ি নেই। সে আশ্রয়ণ প্রকল্পে থেকে আরশেদ আলীর ডেকোরেটরের দোকানে কাজ করতেন। পাতিলপাড়া গ্রামের আমজাদ হোসেনের বাড়িতে গাজীর গানের আয়োজনে গাছের উপরে মাইক বেঁধে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে সাটুরিয়া থানার তদন্ত ওসি মানবেন্দ্র বালো বলেন, বিষয়টি শুনেছি। তবে এ ঘটনায় কেউ কোনো অভিযোগ করেনি।

Related Articles

Leave a Reply

Back to top button