sliderস্থানীয়

সাটু‌রিয়ায় ট্রাক খাদে পড়ে শ্রমিক নিহত, আহত ৩

মানিকগঞ্জ প্রতিনিধি: মা‌নিকগঞ্জের সাটু‌রিয়ায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হা‌রিয়ে খাদে পড়ে ওমর আলী (৩৫) নামের এক শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে উপজেলার ধানকোড়া ইউনিয়নের তারাবা‌ড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওমর আলীর বাড়ি গাজীপুরের কা‌শিমপুর কড্ড‌া গ্রামে। এ ঘটনায় আহতরা হলেন ট্রাকচালক ফয়সাল (৩০), আবু বক্কর সি‌দ্দিক (৪৫) ও সুমন (৩৫)।

আহত শ্রমিক সুমন জানান, তারাবা‌ড়ি মামুন ব্রিকস থেকে ইট নিয়ে গা‌জিপুরের উদ্দেশে যা‌চ্ছিল ট্রাক‌টি। তারাবা‌ড়ি এলাকায় সেতুতে ওঠার সময় ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারালে সেটি খাদে পড়ে যায়। এ সময় চালকসহ তিনজন বের হতে পারলেও ট্রাকের ওপরে থাকা ওমর আলী ট্রাকের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাটু‌রিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) জালাল উদ্দিন জানান, পুলিশ লাশ উদ্ধারের চেষ্টা করছে।

সাটু‌রিয়া ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো: ম‌জিবর রহমান জানান, নিহত শ্রমিকের লাশ পা‌নির নিচে ট্রাকচাপা পড়ে ছিল। স্থানীয়দের সহায়তায় লাশটি উদ্ধারের চেষ্টা চলছে।

Related Articles

Leave a Reply

Back to top button