sliderস্থানীয়

সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায়

মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সাটুরিয়ায় বৃষ্টির জন্য সালাতুল ইসতিসকা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলার দরগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে এ নামাজ অনুষ্ঠিত হয়।

নামাজে ইমামতি করেন বাংলাদেশ জাময়াতে ইসলামীর ঢাকা উত্তরের টিম সদস্য মাওলানা মো: দেলওয়ার হোসাইন। তীব্র গরম উপেক্ষা করে নামাজে মুসল্লিরা অংশ নেন। নামাজ শেষে মহান আল্লাহর দরবারে বৃষ্টির জন্য প্রার্থনায় কান্নায় ভেঙে পড়েন।

স্থানীয় দরগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আব্দুস সামাদ বলেন, ‘আমরা এই তাপপ্রবাহ থেকে বাঁচতে মহান আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে এই নামাজ আদায় করেছি।’

বাংলাদেশ জাময়াতে ইসলামীর সাটুরিয়া উপজেলা আমির মাওলানা মো: আবু সাঈদ বলেন, ‘কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় করা হয়। সালাতে সকল শ্রেণি পেশার লোক অংশগ্রহণ করেন।’

নামাজ শেষে অনাবৃষ্টি এবং গরম থেকে মুক্তির জন্য মহান আল্লাহর রহমত কামনা করে মোনাজাত করা হয়।

Related Articles

Leave a Reply

Back to top button