
বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক পর্যটন কেন্দ্রে মহামান্য রাষ্ট্রপতির আগমন উপলক্ষে ১০ মে থেকে ১৪ মে পাঁচ দিন সকল রিসোর্ট ও কটেজ এবং সব ধরনের বেসামরিক যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করেছে উপজেলা প্রসাশন। ২৮ এপ্রিল মঙ্গলবার রাত দশ ঘটিকায় বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন মহামান্য রাষ্ট্রপতির আগমনের প্রস্তুতি নিয়ে মঙ্গলবার দুপুরে সাজেকে জেলা প্রসাশনের উদ্যোগে এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাই পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।