slider

সাজেকে বৈসাবিতে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে বিজিবি

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বৈ-সা-বি উৎসব উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বস্ত্র বিতরণ করেছে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)

মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর সাথে সংক্ষিপ্ত মতবিনিময় শেষে বস্ত্র বিতরণ করেন ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী, পদাতিক।

এতে ৩৩ জন নারীর মাঝে উন্নত মানের শাড়ি ও ২২ জন পুরুষের মাঝে উন্নত মানের লুঙ্গি বিতরণ করা হয়। এসময় ব্যাটালিয়নের অন্যান্য অফিসার, সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলশন চাকমা নয়ন উপস্থিত ছিলেন।

বস্ত্র বিতরণ শেষে লেঃ কর্ণেল মহিউদ্দিন ফারুকী বলেন, আমরা কিছুদিন পূর্বে পবিত্র মাহে রমজান উপলক্ষে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের মাঝে ইফতার ও ঈদ সামগ্রী বিতরণ করি, এখন বিজু উপলক্ষে স্থানীয় পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বৈসাবি উপহার প্রদান করলাম এবং ভবিষ্যতে হিন্দু সম্প্রাদায়ের দুর্গোৎসবেও উপহার সামগ্রী বিতরণ করার চেষ্টা করবো এবং এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস প্রদান করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button