slider

সাজেকে বন্যাদূর্গত পাহাড়ি ও বাঙ্গালী পরিবারে সেনাবাহিনীর সহায়তা প্রদান

বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের বাঘাইহাট এলাকায় পাহাড়ি ও বাঙ্গালী বন্যায় দূর্গতদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে সেনাবাহিনীর বাঘাইহাট জোন।

বুধবার (১৬ অক্টোবর) সকাল ১০ ঘটিকায় বাঘাইহাট জোনের উদ্যোগে ৩৬ নং সাজেক ইউনিয়ন এবং ৩৪নং বঙ্গলতুলী ইউনিয়নের কয়েকটি গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত অর্ধ-শতাধিক পরিবারের মাঝে আর্থিক অনুদান প্রদান করেছেন জোন অধিনায়ক ৬-ইস্ট বেঙ্গল। লেঃ কর্ণেল মোঃ খাইরুল আমিন ,পিএসসি, জোন কমান্ডার, বাঘাইহাট জোন।

এসময় আরও উপস্থিত ছিলেন বাঘাইহাট জোনের টুআইসি মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেক (পিএসসি) ৩৬নং সাজেক ইউনিয়নের চেয়ারম্যান অতুলাল চাকমা, ৪নং ওয়ার্ড মেম্বার দয়াধন চাকমা, সাজেক থানা বিএনপি সভাপতি আনোয়ার হোসেন ও বাঘাইহাট কাঠ মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ার হোসেন ও সাজেক থানা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ইসমাইল পিসি, জনপ্রতিনিধি, উপকারভোগী পানিবন্দি দুস্থ পরিবার সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।

আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন পানিবন্দি দুস্থ, গরিব অসহায় ও দিনমজুরদের পাশে থাকতে পেড়ে খুবই আনন্দিত বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোন সব সময় দেশের এবং মানুষের কল্যানের জন্য কাজ করে থাকে। আমাদের সকলকে মনে রাখতে হবে সবার উপরে দেশ। তাই আমাদের সকলকে দেশের কল্যানের জন্য কাজ করতে হবে। অত্র এলাকার সকলে সুস্থতা সহিত বসবাসের নিরাপত্তা এবং বিভিন্ন দুর্যোগের সময় দুর্যোগ কবলিত মানুষের পাশে থেকে শান্তি-শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর পাশাপাশি উন্নয়ন মূলক অবকাঠামোর লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী বাঘাইহাট জোনের পক্ষ থেকে ভবিষ্যতে এ ধরণের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তিনি আশ্বাস দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button