বাঘাইছড়ি প্রতিনিধি : রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক বাঘাইহাট সড়কের মাচালং এলাকায় যাত্রীবাহী দুই চাঁদের গাড়ীর( ঢাকা-ঘ ৫৫৪১ ও চট্রমেট্র -খ ১৪২৭) মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৯ জন আহত হয়েছে। পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় আহতদের উদ্ধার করে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম দূর্গটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান সাজেক থেকে ফেরার পথে মাচালংয়ে পাহাড় উঠার সময় বিপরীত দিক থেকে আসা আরেকটি চাঁদের গাড়ী মুখোমুখি সংঘর্ষ হয় এতে ঘটনা স্থলে ৯ জন গুরতর আহত হয়। আহতরা হলো- মৌলী চাকমা (১৬), রুবেল চাকমা (১৭), আজন জ্যেতি (১৭), রিটেত চাকমা (১৫), এনজয় চাকমা (৬), সোনালী চাকমা (১৬), আপন জ্যৈতি চাকমা (১৭), ভূজল ক্লান্তি চাকমা (৪৫) সহ আরো (৮-৯) স্থানীয় যাত্রী আহত হয়েছে। সাজেক ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান অতুলাল চাকমা বলেন সেনাবাহিনীর কড়া নজরধারীর পরেও কিছু চালক নিয়মনীতি অনুসরণ না করে বেপরোয়া ভাবে গাড়ী চালান ফলে কিছু দিন পর পর এমন দূর্গটনা ঘটে। দূর্গটনার পর থেকেই দুই গাড়ির চালক বিমল চাকমা ও আনোয়ার হোসেন পলাতক রয়েছে।