sliderস্থানীয়

লামায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

বান্দরবান প্রতিনিধি : বান্দরবানের লামা উপজেলার ফাসিয়াখালি এলাকা থেকে পলাতক এক সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে লামা থানা পুলিশ।

আসামিরা হলেন- ইয়াংছা থেকে মৃত নজির আহমেদের ছেলে জসিম উদ্দিন কে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৯ আগষ্ট) রাতে কুমামী পুলিশ ক্যাম্প ইনচার্জ মাসুদের নেতৃত্বে গোপন সংবাদের একটি দল লামা থানাধীন ইয়াংছা এলাকায় অভিযান চালানো হয়। এ অভিযানের জি/আর-৮৯/১৮ মামলার ছয় বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে লামার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম শেখ জানান, পলাতক আসামি জসিম উদ্দিন গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে স্থান পরিবর্তন করে আত্মগোপন করতেন। সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়ে দেওয়া হবে।

Related Articles

Leave a Reply

Back to top button