sliderশিরোনামস্থানীয়

সাজাপ্রাপ্ত ‘পলাতক’ আওয়ামী লীগ নেতা এমপির পাশে

পুলিশ খুঁজে না পেলেও আড়াইহাজারের সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাকে এবার এমপির পাশে দেখা গেছে। মঙ্গলবার নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনের এমপি নজরুল ইসলাম বাবুর জন্মদিনের তাকে প্রকাশ্যে দেখা যায়।
জন্মদিন উপলক্ষে কেক কাটার অনুষ্ঠানে এমপির পাশেই দেখা গেছে সাজাপ্রাপ্ত বেনজীর আহমেদ বেনুকে। এমপির জন্মদিনে সাজাপ্রাপ্ত আসামি নিয়ে কেক কাটার ছবি ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
জানা গেছে, সম্প্রতি পল্লী বিদ্যুতের বকেয়া ৪ কোটি টাকা আত্মসাতের মামলায় আড়াইহাজার থানা আওয়ামী লীগের সহসভাপতি বেনজীর আহমেদ বেনু ও তার দুই ভাই কাজী শফিকুল ও কাজী জহিরুলকে তিন বছর করে কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানার রায় দেন (যুগ্ম জেলা ও দায়রা জজ) ঢাকা, পল্লী বিদ্যুৎ আদালত-১, স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জান্নাতুন লিলিফা।
শনিবার উক্ত সাজার ওয়ারেন্টের কপি আড়াইহাজার থানায় এসে পৌঁছায়। প্রথমে সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে পুলিশ লুকোচুরি করলেও রোববার থানার অফিসার ইনচার্জ মো. নজরুল ইসলাম গ্রেপ্তারি পরোয়ানার বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেন।
এরপর তিন বছরের সাজার গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কাজী বেনজীর প্রকাশ্যে ঘুরে বেড়ালেও তাকে খুঁজে পাচ্ছে না বলে পুলিশ দাবি করে। যদিও মঙ্গলবার স্থানীয় এমপি নজরুল ইসলাম বাবুর ৫৩তম জন্মদিনের কেক কাটার অনুষ্ঠানে বেনজীর আহমেদকে দেখা গেছে।
আড়াইহাজার থানার এসআই ওয়ারেন্ট অফিসার আসাদুজ্জামান তালুকদার দেশ রূপান্তরকে বলেন, গোপালদী জোনাল অফিসের তৎকালীন এজিএম আনোয়ার হোসেন বাদী হয়ে ২০১৬ সালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকার নিকুঞ্জ-২, খিলক্ষেত পল্লি বিদ্যুৎ আদালত-১ আদালতে মামলাটি করেন। ম্যাজিস্ট্রেট প্রতিষ্ঠানের মালিক পক্ষের তিন ব্যক্তির বিরুদ্ধে তিন বছর করে বিনাশ্রম কারাদণ্ডসহ পাঁচ হাজার টাকা করে জরিমানা করে রায় প্রদান করেন। টাকা অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়। একই দিন তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে কাজী বেনজীর আহম্মেদ বেনু বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। খোঁজ খবর নিয়ে দেখব।’
আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম দেশ রূপান্তরকে আরও বলেন, আসামিদের বিরুদ্ধে সাজাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। তাদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এ ঘটনায় এমপি নজরুল ইসলাম বাবুকে ফোন দেওয়া হলেও তিনি তা ধরেননি।
নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২, গোপালদী জোনাল অফিসের ডিজিএম শাহাদত হোসেন বলেন, কাজী বেনজীর আহম্মেদ বেনু ও তার দুই ভাইয়ের মালিকানাধীন মরিয়ম স্পিনিং মিলের বকেয়া বিদ্যুৎ বিলের বিপরীতে ৩ কোটি ৮৪ লাখ ৫০ হাজার ৪৬৯ টাকা বকেয়া রয়েছে। তা পরিশোধে ব্যর্থ হওয়ায় ২০১৬ সালে ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ঢাকার পল্লী বিদ্যুৎ আদালত-১ মামলা করা হয়েছিল।
দেশ রূপান্তর

Related Articles

Leave a Reply

Back to top button